• samity@bcs.org.bd
  • |
  • +880 9614 11 12 13

October 8, 2023

‘শেখ রাসেল দিবস ২০২৩’ উপলক্ষ্যে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা আয়োজন প্রসঙ্গে


সম্মানিত সদস্য,

প্রীতি ও শুভেচ্ছা জানবেন।

 

আমরা সানন্দে আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আগামী ১৮ অক্টোবর ২০২৩ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন। এ দিনটি আড়ম্বরপূর্ণভাবে উদযাপনের জন্য আগামী ১৮ অক্টোবর ২০২৩ তারিখ, বুধবার বিসিএস এর উদ্যোগে বিসিএস ইনোভেশন সেন্টারে (বাড়ি-৩৩বি, রোড-৪, ধানমন্ডি, ঢাকা) শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বয়সভিত্তিক দুইটি গ্রুপে স্কুল শিক্ষার্থী/শিশুরা এতে অংশ নিতে পারবে। এতে প্রতি গ্রুপের সেরা তিন জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

 

প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়গুলো হলো:

ক গ্রুপ (বয়স: ৪-৭ বছর)      : সোনার বাংলা           সময়: বিকেল ৪টা-৫টা

খ গ্রুপ (বয়স: ৮-১০ বছর)    : ডিজিটাল বাংলাদেশ    সময়: বিকেল ৫টা- সন্ধ্যা ৬টা

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ১৫ অক্টোবর ২০২৩ এর মধ্যে https://forms.gle/gQpvkLa85ZkFKjyc9 গুগল ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে না। রেজিস্ট্রেশনকারী প্রত্যেক শিশুর জন্য রয়েছে একটি করে MEETION MT-K800 Kids Keyboad । উল্লেখ্য, প্রতিযোগীকে চিত্রাঙ্কনের জন্য রঙ এবং পেন্সিল নিয়ে আসতে হবে। চিত্রাঙ্কনের কাগজ/শীট বিসিএস থেকে সরবরাহ করা হবে।

 

১৮ অক্টোবর ২০২৩ তারিখ, বুধবার সন্ধ্যা ৭:০০ মিনিটে বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

 

এ আয়োজনে আপনার সন্তানের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে তাদের সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখতে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।

 

ধন্যবাদান্তে

 

আপনার একান্ত,

 

কামরুজ্জামান ভুইয়া

মহাসচিব

Share On: