• samity@bcs.org.bd
  • |
  • +880 9614 11 12 13

May 2, 2024

হজ্জ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪


০২ মে ২০২৪

হজ্জ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সম্মানিত সদস্য,

আসসালামু আলাইকুম।

যে সকল সম্মানিত সদস্য বা তাদের পরিবারবর্গ ২০২৪ সালে পবিত্র হজ্জব্রত পালনের জন্য নিয়ত করেছেন তারা যেন সুষ্ঠভাবে তা সম্পন্ন করতে পারেন সে উদ্দেশ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ হতে আগামী ১১ মে ২০২৪ শনিবার সকাল ৯টা থেকে বেলা ২:৩০টা পর্যন্ত বিসিএস ইনোভেশন সেন্টারে হজ্জ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

জনাব মো: তানভীর হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ম্যাক সিস্টেম সলিউশন্স এবং জনাব এ.কে.এম. শামসুল হুদা, স্বত্বাধিকারী, কম্পিউটার ডিভাইস এন্ড টেকনোলজী- উক্ত কর্মশালায় সঠিকভাবে হজ্জব্রত পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

সমিতির পক্ষ হতে আয়োজিত হজ্জ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে আগ্রহী সম্মানিত সদস্য বা তাদের পরিবারবর্গকে আগামী ০৮ মে ২০২৪ তারিখের মধ্যে আগ্রহপত্র প্রেরণের অনুরোধ করা হচ্ছে ।

 

আগ্রহপত্র প্রেরণের লিংক:

https://forms.gle/1e3gjeQ7McpYFs7T9

 

 

ধন্যবাদান্তে,

 

কামরুজ্জামান ভূইয়া

মহাসচিব
 

Share On: