• samity@bcs.org.bd
  • |
  • +880 9614 11 12 13

May 6, 2025

কম্পিউটার হার্ডওয়্যার ট্রাবলশ্যুটিং/সার্ভিস এর উপর কর্মমূখী প্রশিক্ষণ কর্মসূচি


তারিখ: ৬ মে ২০২৫

 

ম্পিউটার হার্ডওয়্যার ট্রাবলশ্যুটিং/সার্ভিস এর উপর

কর্মমূখী প্রশিক্ষণ কর্মসূচিতে

অংশগ্রহণের নিমিত্তে রেজিস্ট্রেশন এর জন্য সাদর আমন্ত্রণ

 

আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কম্পিউটার হার্ডওয়্যার ট্রাবলশ্যুটিং/সার্ভিস এর উপর নিম্নবর্ণিত ১টি কর্মমূখী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনে পরিকল্পনা গ্রহণ করেছে: 

 

প্রশিক্ষণ/কর্মশালার নাম

আয়োজনের স্থান

আয়োজনের সময়কাল

রেজিস্ট্রেশনের শেষ সময়

কম্পিউটার মাদারবোর্ড রিপেয়ার সম্পর্কে ব্যবহারিক ও কর্মমূখী প্রশিক্ষণ (এডভান্স লেভেল)

বাড়ী-৩৩বি, রোড-৪, ধানমন্ডি, ঢাকা

২২- ২৯ মে ২০২৫

সকাল ১০:০০টা- বিকাল ৪:০০টা

১৫ মে ২০২৫

 

তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গঠন করার পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এই প্রশিক্ষণ কর্মসূচিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ (কম্পিউটারের হার্ডওয়্যার বিষয়ে যাদের ডিপ্লোমা কোর্স আছে) অথবা কম্পিউটার হার্ডওয়্যার এর উপর ১ বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তি এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

 

বিসিএস এর সদস্য প্রতিষ্ঠানের হার্ডওয়্যার সেকশনে কর্মরত ব্যক্তিবর্গ (অনুর্ধ ৩৫বছর) তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন।

 

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণে আগ্রহীদের নিম্নের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন।

 

 https://forms.gle/GHQiAMueJCNkhoY6A

 

Share On: