আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি’র (বিসিএস) যৌথ উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার সমিতি’র সদস্যদের অংশগ্রহণে ‘ই-মার্কেটিং স্ট্র্যাটেজি ইন কম্পিউটার হার্ডওয়্যার প্রাসপেকটিভ’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
৩১ মে বুধবার ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে সকাল ১১টায় এই কর্মশালা পরিচালনা করেন বিসিএস ট্রেনিং অ্যান্ড এইচআর ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব মো. হাবিবুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল খায়ের। কর্মশালায় আইবিপিসি’র নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল খানসহ সমিতির সদস্য ও সদস্য প্রতিষ্ঠানে কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।