• samity@bcs.org.bd
  • |
  • +880 9614 11 12 13
  • Date: 8th February - 17th February 2025
  • |
  • Time: 12:45 PM
  • |
  • Venue: BCS Innovation Centre
১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার বিকাল ৪ঘটিকায় বিসিএস ইনোভেশন সেন্টার, ধানমন্ডিতে ৮ দিনব্যাপী Hands-on workshop on computer hardware servicing to generate skill-based employment opportunity (Laptop Servicing L-2) প্রশিক্ষণ কর্মসূচির ২টি ব্যাচের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাহিদ আফরোজ, যুগ্মসচিব, বাণিজ্য মন্ত্রণালয়, সিইও-বিপিসি এবং প্রশাসক বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট ও সম্মানী প্রদান করা হয়।
বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর যৌথ উদ্যোগে ব্যাচ # ১ গত ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সমাপ্ত হয় এবং ব্যাচ # ২ গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সমাপ্ত হয়। ২টি প্রশিক্ষণ কর্মসূচীতে মোট ৫০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Share On: