বাংলাদেশ কম্পিউটার সমিতি, খুলনা শাখার আয়োজনে ২৩-২৫ মে ২০২৩ খুলনা প্রেস ক্লাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে হালনাগাদ তথ্যপ্রযুক্তিপণ্যের আন্তর্জাতিক মানের জমকালো প্রদর্শনী ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ খুলনা ’। ‘তারুণ্য আর প্রযুক্তি/ স্মার্ট বাংলাদেশের শক্তি/ তরুণরাই গড়বে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ৩২টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এর সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ খুলনা এর প্লাটিনাম স্পন্সর টিপি লিঙ্ক-এক্সেল, টেন্ডা-সাউথ বাংলা কম্পিউটার্স এবং গোল্ড স্পন্সর কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড, ডিস্ট্রিবিউশন হাব লিমিটেড, গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি., সিডনি সান ইন্টারন্যাশনাল ও ওয়ালটন। এক্সপোর সিলভার স্পন্সর সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনাল, কম্পিউটার সল্যিউশন ইঙ্ক, ইস্টার্ন আইটি, মিজান ট্রেড, নিউ আরিয়ানা সিস্টেম, নেক্সজেন সল্যিউশন লিমিটেড, রাসা টেকনোলজিস, রায়ান্স, ইউসিসি। ইন্টারনেট পার্টনার হিসেবে থাকছে আইস্মার্ট।