০৪ জুন ২০২৪ তারিখ মঙ্গলবার কুষ্টিয়ার খেয়া রেস্টুরেন্টে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর যৌথ উদ্যোগে ও বিসিএস কুষ্টিয়া শাখার সার্বিক সহযোগিতায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা এবং ফোরআইআর প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. কামারুল আরেফিন, এম.পি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. তপন জোদ্দার, বিসিএস পরিচালক জনাব মোহাম্মদ মঞ্জরুল হাসান এবং বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহকারী পরিচালক জনাব মো. ফয়সাল খান। সেমিনারের সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস এর যুগ্ম মহাসচিব জনাব এস.এম ওয়াহিদুজ্জামান।
বিসিএস কুষ্টিয়া শাখার চেয়ারম্যান জনাব অজয় সুরেকার সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের তথ্য এবং যোগাযোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।
সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, তথ্যপ্রযুক্তিবিদ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। তথ্যপ্রযুক্তি’র অগ্রসরমান সংস্করণের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে গোটা দেশকেই ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করার প্রত্যয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।