• samity@bcs.org.bd
  • |
  • +880 9636 11 12 13

ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২২-রংপুর

আগামী ০৮-১১ ডিসেম্বর ২০২২ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকায়ডিজিটাল ওয়ার্ল্ড ২০২২এর ব্যানারে একইসাথেডিজিটাল ওয়ার্ল্ড’, ‘ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপোএবংবিপিও সামিটঅনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর উদযাপিত হবেডিজিটাল বাংলাদেশদিবস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অর্জিতডিজিটাল বাংলাদেশউৎসবমূখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে ১৬ নভেম্বর থেকে ০৪ ডিসেম্বর ২০২২ সময়কালে ০৮টি বিভাগীয়/বড় শহরে (চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, যশোর, রাজশাহী রংপুর) স্থানীয় পর্যায়েডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপোআয়োজন করা হবে দেশব্যাপী সকল ইনোভেটিভ আইডিয়াগুলোকে উপস্থাপনের প্ল্যাটফর্ম তৈরী, বিনিয়োগকারী/উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা এবং তৃণমূল পর্যায়ের জনগণকে বর্তমান সরকারেরভিশন ২০৪১-স্মার্ট বাংলাদেশজয়যাত্রায় সম্পৃক্ত করাই আয়োজনের উদ্দেশ্য

 

সে উপলক্ষ্যে, আগামী ২২-২৫ নভেম্বর ২০২২ ইং তারিখে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর যৌথ উদ্যোগেডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২২অনুষ্ঠিত হবে

 

 

Share On: