• samity@bcs.org.bd
  • |
  • +880 9614 11 12 13

শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে বিসিএস এর পুষ্পার্ঘ্য অর্পণ

শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে বিসিএস এর পুষ্পার্ঘ্য অর্পণ

১৫ আগস্ট, সোমবার, ঢাকা : স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার এর নেতৃত্বে বিসিএস কার্যনির্বাহী কমিটি এবং বিসিএস সদস্যরা রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

১৫ আগস্ট সোমবার সকালে পুষ্পার্ঘ্য অর্পণের সময় বিসিএস সহসভাপতি জনাব মো. রাশেদ আলী ভূইয়া, মহাসচিব জনাব কামরুজ্জামান ভূইয়া এবং পরিচালক জনাব মুহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। 

শোক দিবস উপলক্ষে বিসিএস কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

Share On: