বরিশাল শাখার ১২ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, রাত ৮টায় বরিশালের ঘরোয়া রেস্টুরেন্টে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বরিশাল শাখার ১২ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বর্ণিত বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ কম্পিউটার সমিতি, বরিশাল শাখার চেয়ারম্যান জনাব মো. খলিলুর রহমান সভাপতিত্ব করেন। এসময় বিসিএস বরিশাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শফিউর রহমান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব সৈয়দ মো. রইচ উদ্দিন ও জনাব মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সহ-সভাপতি জনাব মো. রাশেদ আলী ভূইয়া এবং মহাসচিব জনাব কামরুজ্জামান ভূইয়া বরিশাল শাখার এজিএম এ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সভায় নতুন সদস্যদের সনদপত্র বিতরণের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানানো হয়।