ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২২-চট্টগ্রাম
আগামী ০৮-১১ ডিসেম্বর ২০২২ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকায় ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২২’ এর ব্যানারে একইসাথে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’, ‘ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো’ এবং ‘বিপিও সামিট’ অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর উদযাপিত হবে ‘ডিজিটাল বাংলাদেশ’ দিবস। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অর্জিত ‘ডিজিটাল বাংলাদেশ’ উৎসবমূখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি ও দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে ১৬ নভেম্বর থেকে ০৪ ডিসেম্বর ২০২২ সময়কালে ০৮টি বিভাগীয়/বড় শহরে (চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, যশোর, রাজশাহী ও রংপুর) স্থানীয় পর্যায়ে ‘ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো’ আয়োজন করা হবে। দেশব্যাপী সকল ইনোভেটিভ আইডিয়াগুলোকে উপস্থাপনের প্ল্যাটফর্ম তৈরী, বিনিয়োগকারী/উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা এবং তৃণমূল পর্যায়ের জনগণকে বর্তমান সরকারের ‘ভিশন ২০৪১-স্মার্ট বাংলাদেশ’ জয়যাত্রায় সম্পৃক্ত করাই এ আয়োজনের উদ্দেশ্য।
সে উপলক্ষ্যে, আগামী ২৬-২৯ নভেম্বর ২০২২ ইং তারিখে চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর যৌথ উদ্যোগে ‘ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২২’ অনুষ্ঠিত হবে।
|
|