এমআরপি নীতিমালা ২০২২ বাস্তবায়ন প্রক্রিয়া ও প্রস্তুতি
০২ ফেব্রুয়ারি বুধবার বিসিএস কার্যালয়ে এমআরপি নীতিমালা ২০২২ বাস্তবায়ন প্রক্রিয়া ও প্রস্তুতি নিয়ে স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ডিস্ট্রিবিউটর এবং ব্র্যান্ড প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এমআরপি বাস্তবায়ন নিয়ে বিষদ আলোচনা সম্পন্ন হয়। আলোচনা শেষে আগামী ১২ ফেব্রুয়ারি রবিবার থেকে প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো প্রযুক্তিপণ্যের উপর এমআরপি স্টিকার যুক্ত করার পাশাপাশি অনলাইনে এমআরপি মূল্য প্রদর্শন করবেন বলে অঙ্গীকার প্রদান করেন।
এমআরপি ও অনলাইন নীতিমালা স্থায়ী কমিটি‘র সদস্য সচিব ও বিসিএস এর সহ-সভাপতি জনাব মো. রাশেদ আলী ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় মহাসচিব জনাব কামরুজ্জামান ভূইয়া, কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জনাব মুহাম্মদ মুহাম্মদ মনিরুল ইসলাম এবং জনাব মোশারফ হোসেন সুমনসহ অন্যান্যরা নিজেদের মতামত ব্যক্ত করেন।