• samity@bcs.org.bd
  • |
  • +880 9614 11 12 13

সকল স্ট্যান্ডিং কমিটি’র সাথে কার্যনির্বাহী কমিটির সভা

২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার বিকেল ৪টায় বিসিএস এর কার্যনির্বাহী কমিটির সঙ্গে সকল স্ট্যান্ডিং কমিটির একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।
 
নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত বিসিএস এর কার্যক্রম সম্পর্কে বিসিএস সভাপতি স্ট্যান্ডিং কমিটির সদস্যদের স্বচ্ছ ধারণা প্রদান করেন। এইসময় বিসিএস সহসভাপতি জনাব মো. রাশেদ আলী ভূইয়া, মহাসচিব জনাব কামরুজ্জামান ভূইয়াও বিসিএস এর বাস্তবায়িত কর্মসূচীর বিষদ বর্ণনা করেন।
 
সভায় বিসিএস স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বিসিএস এর ভবিষ্যত পরিকল্পনায় নিজেদের মতামত ও পরামর্শ প্রদান করেন। সারা দেশ থেকে অনলাইনে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা নিজেদের মতামত প্রদান করেন। অনলাইনে ওয়ারেন্টি পলিসি বিষয়ে বক্তব্য দেন বিসিএস পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম।
 
মতবিনিময় সভায় সম্মানিত সদস্যবৃন্দ ফিজিক্যাল এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

Share On: