২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে `বি-ট্র্যাক আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩
তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর আয়োজনে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’। ২৬ ফেব্রুয়ারি থেকে ০২ মার্চ পর্যন্ত রাজধানীর শ্যামলী মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ০২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে বিসিএস ইনোভেশন সেন্টারে ‘স্পন্সরশিপ এগ্রিমেন্ট সাইনিং সিরেমনি’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে বিসিএস এর সঙ্গে বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেডের (B-Trac) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিসিএস এর পক্ষে বি-ট্র্যাক আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর আহবায়ক এবং বিসিএস সহ-সভাপতি জনাব মো. রাশেদ আলী ভূঁইয়া ও বি-ট্র্যাকের পক্ষে বি-ট্র্যাক টেকনোলোজিস লিমিটেড এর প্রধান বিক্রয় এবং বিপণন কর্মকর্তা জনাব জহিরুদ্দিন মো. নাদিব সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
বি-ট্র্যাক আইসিটি টুর্নামেন্ট ২০২৩ এ গোল্ড স্পন্সর হিসেবে গিগাবাইট (GIGABYTE), টিপি-লিঙ্ক (TP-Link) এবং এমএসআই (MSI) এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এসময় সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক জনাব মাহফুজুর রহমান মুকুল, এক্সেল টেকনোলজিস এবং ইউনাইটেড কম্পিউটার সেন্টার (ইউসিসি) এর সহকারী সাধারণ ব্যবস্থাপক (এজিএম) জয়নুস সালেকীন ফাহাদ ।
নেটিশ (Netis), রাপু (RAPOO), ওলা (AULA) এবং টেন্ডা (TENDA) এর সাথে সিলভার স্পন্সর হিসেবে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক জনাব মাহফুজুর রহমান মুকুল, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের সহকারী সাধারণ ব্যবস্থাপক (এজিএম) জনাব এ.ডেড. এম মিজানুজ্জামান, গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি’র পরিচালক জনাব মো. নাসির উল্লাহ এবং সাউথ বাংলা কম্পিউটার্স এর এডমিন ও ক্রেডিট কন্ট্রোলার জনাব নুর আলম ভূইয়া।
‘বি-ট্র্যাক আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’ এর যুগ্ম আহবায়ক জনাব মো. আকতারুজ্জামান টিটোর সঞ্চালনায় ইভেন্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব কাজী আশরাফুল আলম, আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর আয়োজক কমিটির উপ-কমিটি সমূহের চেয়ারম্যান এবং সদস্য ও প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।