ইসিএস এর সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতি’র কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা
২৫ জানুয়ারি বুধবার বিসিএস কার্যালয়ে নবনির্বাচিত এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) এর সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতি’র কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে ইসিএস কার্যনির্বাহী কমিটি বিসিএস কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে।
মতবিনিময় সভায় বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার ইসিএস নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। ইসিএস এর সঙ্গে গভীর সম্পর্কের কথা উল্লেখ করে বিসিএস সভাপতি বলেন, আইসিটি আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে ইসিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিসিএস এর সদস্যরা ইসিএস এরও সদস্য। প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে বিসিএস মার্কেট পর্যায়ের কার্যক্রম, এমআরপি এবং ওয়ারেন্টি নীতিমালা বাস্তবায়নসহ সার্বিক কার্যাবলীতে ইসিএসকে সঙ্গে রাখবে। পর্যায়ক্রমে এভাবে প্রতিটি আঞ্চলিক আইসিটি সংগঠনকে বিসিএস এর কার্যাবলীর সঙ্গে সংযুক্ত করা হবে।
ইসিএস সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, বিসিএস তথ্যপ্রযুক্তিখাতের সংগঠনগুলোর মধ্যে প্রধান সংগঠন। সে হিসেবে তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর অভিভাবকের দায়িত্বও বিসিএস এর কাঁধে। আমরা আশা করবো এখন থেকে যেসব কাজে ইসিএসকে সংযুক্ত করা যায় এমন কর্মকান্ডে বিসিএস ইসিএসকে সম্পৃক্ত করবে। পরষ্পরের সহযোগিতায় প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধ পরিকর। বর্তমানে এলিফ্যান্ট রোডে ২৪টি মার্কেট, ৩০০০ এর বেশি কম্পিউটার ব্যবসায়ী রয়েছে। এলিফ্যান্ট রোড কম্পিউটার বিক্রির হাব হিসেবে পরিচিত। বিসিএস এর কার্যক্রম এলিফ্যান্ট রোডে বাস্তবায়নে ইসিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।
মতবিনিময় সভায় বিসিএস সহ-সভাপতি জনাব মো. রাশেদ আলী ভূইয়া, মহাসচিব জনাব কামরুজ্জামান ভূইয়া, কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জনাব মনিরুল ইসলাম এবং জনাব মোশারফ হোসেন সুমন উপস্থিত ছিলেন। ইসিএস কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব আনিসুর রাহমান, সাধারণ সম্পাদক জনাব শেখ মঈন উদ্দিন আহমেদ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. কামাল হোসেন, কোষাধক্ষ্য জনাব মোঃ আনিসুর রহমান শিপন, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক জনাব মো. আমিনুল ইসলাম এবং নির্বাহী সদস্য জনাব মো. সোহেল বেপারি, জনাব মো. মনু মিয়া (মনির হোসেন) ও জনাব মো. তানজিল উপস্থিত ছিলেন।