কম্পিউটার সমিতিতে সাংবাদিকতায় এআই ব্যবহার করে বিআইজেএফ সদস্যদের দক্ষতা উন্নয়নে কর্মশালা
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার, নৈতিকতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ প্রবণতা তুলে ধরতে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার প্রশিক্ষকরা ডিজিটাল সাংবাদিকতাকে আরও আধুনিক, দক্ষ ও তথ্যনির্ভর করতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।
শনিবার সকালে ঢাকার ধানমণ্ডির বাংলাদেশ কম্পিউটার সমিতির ইনোভেশন সেন্টারে বিআইজেএফ-এর এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলো দ্রুত এআই–নির্ভর হয়ে উঠছে। কনটেন্ট জেনারেশন, তথ্য যাচাই, ডেটা বিশ্লেষণ ও নিউজরুম অটোমেশনে এআই সাংবাদিকদের দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
অনুষ্ঠানে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ এআই–চালিত আধুনিক সাংবাদিকতা নিয়ে বিশেষ বক্তব্য দেন। তিনি বলেন, এআই টুলের সঠিক ব্যবহার ডিজিটাল কনটেন্টের গুণগত মান বাড়ানোর পাশাপাশি পাঠকের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। বিশেষ করে নিউজরুমের কর্মপ্রবাহ, ট্রেন্ড বিশ্লেষণ, কনটেন্ট অপটিমাইজেশন এবং ব্যক্তিকেন্দ্রিক নিউজ সার্ভিসে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের শুরুতে বিআইজেএফ সদস্য ও সারা বাংলার বার্তা সম্পাদক মো. সুমন ইসলাম আগতদের স্বাগত বক্তব্য দেন। সঞ্চালনা করেন বিআইজেএফ সভাপতি হিটলার এ হালিম,আর সূচনা বক্তব্য দেন সহ–সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন।
বিআইজেএফ সাধারণ সম্পাদক সাব্বিন হাসান জানান, তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের আরও দক্ষ করতে আগামীতেও এই ধরনের আয়োজন করা হবে।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে–কলমে বিভিন্ন আধুনিক এআই টুল ব্যবহার শেখানো হয়। বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রেখে এআই-এর সুবিধা কাজে লাগাতে পারলে দেশের সংবাদমাধ্যমে নতুন মাইলফলক তৈরি হবে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এ সময় কম্পিউটার সমিতির মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান ও বিআইজেএফর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআইজেএফ-এর উদ্যোগে আয়োজিত আজকের কর্মশালার পৃষ্ঠপোষকতা করেছে গিগাবাইট এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি।