বিসিএস ইনোভেশন সেন্টারে সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার নিয়ে টিএমজিবি ও গিগাবাইটের কর্মশালা
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমণ্ডিতে টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) ও গিগাবাইটের যৌথ উদ্যোগে ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন জার্নালিজম : ট্রান্সফর্মিং নিউজরুম ইন বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী। কর্মশালায় টিএমজিবির সদস্যরাসহ তথ্য-প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক-বিভিন্ন টুলসের কার্যকরী ব্যবহার, ডিপ রিসার্চ, ডেটা বিশ্লেষণ, নিউজ অটোমেশন, ফ্যাক্ট চেকিং ও নৈতিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণসহ হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
কর্মশালায় সনদ প্রদান সেশনে উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহসভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান প্রমুখ।